Hanuman Chalisa in Bengali With PDF - বেঙ্গালিতে হনুমান চালিশা
পড়তে ও জপ করার জন্য এখানে বেঙ্গালীতে হনুমান চালিশা pdf (Hanuman Chalisa in bengali)। আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে এই বেঙ্গালি হনুমান চালিশা পড়ুন।
হনুমান চালিশা জপ করলে সমস্ত কুফল দূর হয় এবং জীবনে ইতিবাচক শক্তি আসে।
Hanuman Chalisa in Bengali Lyrics
দোহা
শ্রী গুরু চরণ সরোজ রজ নিজমন মুকুর সুধারি |
বরণৌ রঘুবর বিমলযশ জো দাযক ফলচারি ||
বুদ্ধিহীন তনুজানিকৈ সুমিরৌ পবন কুমার |
বল বুদ্ধি বিদ্যা দেহু মোহি হরহু কলেশ বিকার্ ||
চৌপাঈ
জয হনুমান জ্ঞান গুণ সাগর |
জয কপীশ তিহু লোক উজাগর ||
রামদূত অতুলিত বলধামা |
অংজনি পুত্র পবনসুত নামা ||
মহাবীর বিক্রম বজরংগী |
কুমতি নিবার সুমতি কে সংগী ||
কংচন বরণ বিরাজ সুবেশা |
কানন কুংডল কুংচিত কেশা ||
হাথবজ্র ঔ ধ্বজা বিরাজৈ |
কাংথে মূংজ জনেবূ সাজৈ ||
শংকর সুবন কেসরী নংদন |
তেজ প্রতাপ মহাজগ বংদন ||
বিদ্যাবান গুণী অতি চাতুর |
রাম কাজ করিবে কো আতুর ||
প্রভু চরিত্র সুনিবে কো রসিযা |
রামলখন সীতা মন বসিযা ||
সূক্ষ্ম রূপধরি সিযহি দিখাবা |
বিকট রূপধরি লংক জরাবা ||
ভীম রূপধরি অসুর সংহারে |
রামচংদ্র কে কাজ সংবারে ||
লায সংজীবন লখন জিযাযে |
শ্রী রঘুবীর হরষি উরলাযে ||
রঘুপতি কীন্হী বহুত বডাযী |
তুম মম প্রিয ভরতহি সম ভাযী ||
সহস বদন তুম্হরো যশগাবৈ |
অস কহি শ্রীপতি কংঠ লগাবৈ ||
সনকাদিক ব্রহ্মাদি মুনীশা |
নারদ শারদ সহিত অহীশা ||
যম কুবের দিগপাল জহাং তে |
কবি কোবিদ কহি সকে কহাং তে ||
তুম উপকার সুগ্রীবহি কীন্হা |
রাম মিলায রাজপদ দীন্হা ||
তুম্হরো মংত্র বিভীষণ মানা |
লংকেশ্বর ভযে সব জগ জানা ||
যুগ সহস্র যোজন পর ভানূ |
লীল্যো তাহি মধুর ফল জানূ ||
প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহী |
জলধি লাংঘি গযে অচরজ নাহী ||
দুর্গম কাজ জগত কে জেতে |
সুগম অনুগ্রহ তুম্হরে তেতে ||
রাম দুআরে তুম রখবারে |
হোত ন আজ্ঞা বিনু পৈসারে ||
সব সুখ লহৈ তুম্হারী শরণা |
তুম রক্ষক কাহূ কো ডর না ||
আপন তেজ তুম্হারো আপৈ |
তীনোং লোক হাংক তে কাংপৈ ||
ভূত পিশাচ নিকট নহি আবৈ |
মহবীর জব নাম সুনাবৈ ||
নাসৈ রোগ হরৈ সব পীরা |
জপত নিরংতর হনুমত বীরা ||
সংকট সেং হনুমান ছুডাবৈ |
মন ক্রম বচন ধ্যান জো লাবৈ ||
সব পর রাম তপস্বী রাজা |
তিনকে কাজ সকল তুম সাজা ||
ঔর মনোরধ জো কোযি লাবৈ |
তাসু অমিত জীবন ফল পাবৈ ||
চারো যুগ পরিতাপ তুম্হারা |
হৈ পরসিদ্ধ জগত উজিযারা ||
সাধু সংত কে তুম রখবারে |
অসুর নিকংদন রাম দুলারে ||
অষ্ঠসিদ্ধি নব নিধি কে দাতা |
অস বর দীন্হ জানকী মাতা ||
রাম রসাযন তুম্হারে পাসা |
সাদ রহো রঘুপতি কে দাসা ||
তুম্হরে ভজন রামকো পাবৈ |
জন্ম জন্ম কে দুখ বিসরাবৈ ||
অংত কাল রঘুবর পুরজাযী |
জহাং জন্ম হরিভক্ত কহাযী ||
ঔর দেবতা চিত্ত ন ধরযী |
হনুমত সেযি সর্ব সুখ করযী ||
সংকট কটৈ মিটৈ সব পীরা |
জো সুমিরৈ হনুমত বল বীরা ||
জৈ জৈ জৈ হনুমান গোসাযী |
কৃপা করো গুরুদেব কী নাযী ||
জো শত বার পাঠ কর কোযী |
ছূটহি বংদি মহা সুখ হোযী ||
জো যহ পডৈ হনুমান চালীসা |
হোয সিদ্ধি সাখী গৌরীশা ||
তুলসীদাস সদা হরি চেরা |
কীজৈ নাথ হৃদয মহ ডেরা ||
দোহা
পবন তনয সংকট হরণ – মংগল মূরতি রূপ্ |
রাম লখন সীতা সহিত – হৃদয বসহু সুরভূপ্ ||
সিযাবর রামচংদ্রকী জয | পবনসুত হনুমানকী জয | বোলো ভাযী সব সংতনকী জয |
Hanuman Chalisa in Bengali PDF
এটি অফলাইনে পড়তে আপনার ফোনে বেঙ্গালীতে হনুমান চালিশা pdf (Hanuman Chalisa in Bengali PDF) ডাউনলোড করুন। ডাউনলোড করতে নীচের লিঙ্কে ক্লিক করুন।
Thank you for reading Hanuman Chalisa Lyrics in the Bengali language.
The "Hanuman Chalisa" in Bengali is an ethereal experience! Its melodious verses evoke a deep sense of devotion and inner peace. Lord Hanuman's divine tale in this sacred hymn is truly awe-inspiring and spiritually uplifting. 🙏🕉️
ReplyDeletePost a Comment